মহাকাশে কোয়ান্টাম প্রযুক্তির সাফল্য: SEAQUE এক্সপেরিমেন্টের যুগান্তকারী ফলাফল

২০২৫ সালকে আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে, আর এই বছরেই একটি অনন্য অর্জন সম্ভব হয়েছে মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) চালানো SEAQUE (Space Entanglement and Annealing QUantum Experiment) এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজ্ঞানীরা সফলভাবে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট তৈরি ও যাচাই করেছেন।

এই অভাবনীয় প্রকল্পটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মহাকাশভিত্তিক কোয়ান্টাম যোগাযোগ প্রযুক্তির প্রথম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *